
বদিউজ্জামান-জলঢাকা, নিলফামারী :
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের জলঢাকা শাখায় কথিত অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা। সোমবার সকাল ১০টার দিকে শহরের ডালিয়া রোডে ব্যাংক শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিভিন্ন সামাজিক সংগঠন, সমাজসেবক ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। তাঁরা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের জলঢাকা শাখায় সম্প্রতি মেধা ও যোগ্যতা উপেক্ষা করে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে, যা অন্যায় এবং পক্ষপাতমূলক।
বক্তারা বলেন, “আমরা অবিলম্বে এই অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগ চাই। যদি আমাদের দাবি অগ্রাহ্য করা হয়, তবে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা “অবৈধ নিয়োগ বাতিল করো”, “যোগ্যদের সুযোগ দাও” ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলেন এলাকাটি। স্থানীয়রা জানান, এ ধরনের নিয়োগ প্রতিষ্ঠানের স্বচ্ছতা, নৈতিকতা ও সুনামের জন্য হুমকি স্বরূপ।
এ বিষয়ে জানতে চাইলে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে আন্দোলনকারীদের একজন, মো. মিঠু ইসলাম বলেন, “আমরা ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলনে নেমেছি। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।”
এ সময় আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. সাজু মিয়া, মুস্তাফিজুর রহমান, ফজলে রাব্বি, মোশারফ হোসেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনটি এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে যথাযথ পদক্ষেপ নেবে।