
মোঃ আবুল কালাম-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভোলাচং ঋষি পল্লী থেকে নবীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে মাটি খুঁড়ে স্থানিয়ভাবে বাংলা মদ হিসেবে পরিচিত দেশীয় চোলাই মদের ১৪ টি প্লাস্টিকের ড্রামসহ ওমর ঋষিকে আটক করা হয়েছে। ১৪ টি ড্রামে আনুমানিক প্রায় ৬০০ শত লিটার চোলাই মদের কাঁচামাল রয়েছে বলে জানা যায়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক নির্মূলে নবীনগর থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নবীনগর সার্কেল থানার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পিয়াস বসাক, নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) শাহীনুর ইসলাম ও নবীনগর থানার একদল চৌকস পুলিশ সদস্য।
পিয়াস বসাক জানান, নবীনগরে মাদক রোধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করুন।