
রায়হান শেখ-মোল্লাহাট :
দীর্ঘ ১৭ বছর পরে মোল্লাহাট উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আগামী ১৬ জুলাই উপজেলা বিএনপির দিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। মোল্লাহাট খলিলুর রহমান ডিগ্রী কলেজে জাঁকজমকপূর্ণ ও অনারম্বর অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে আয়োজিত হতে যাচ্ছে দ্বি- বার্ষিক সম্মেলন। পুরো এলাকা জুড়ে বইছে উৎসবের আমেজ। পোষ্টারে,পোষ্টারে পুরা মোল্লাহাট ছেয়ে গেছে।নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য। প্রার্থিগন ভোটারদের দ্বারে দ্বার গিয়ে ভোট চাইছেন। ৪৬৯ জন কাউন্সিলরদের ভোটদানের অংশগ্রহণের মাধ্যমে যোগ্য ও সঠিক নেতৃত্ব বাছাই হবে।
সম্মেলনকে ঘিরে ইতিমধ্যে পুরো আয়োজন বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। দীর্ঘদিন পর সম্মেলনের মাধ্যমে উপজেলা বিএনপিতে নতুন নেতৃত্বে সূচনা হবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীগণ। কে হবেন আগামী দিনের মোল্লাহাট উপজেলা বিএনপি কান্ডারী? এ নিয়ে ভোটারদের মধ্য চলছে চুলচেরা বিশ্লেষণ ।
সভাপতি পদপ্রার্থী হিসেবে চৌধুরী সেলিম আহমেদ ও শেখ হাফিজুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেন। এছাড়া সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে মোঃ জাহিদুল ইসলাম মিয়া ও মোঃ হারুন আল রশিদ এবং সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হিসাবে শেখ ইকবাল হোসেন, মোঃ মফিজ শরীফ, মোঃ রফিকুল আলম তাওহীদ শিকদার, মুন্সি আরিফুল হক, মোঃ রাজিব সরদার, এম এম বিপ্লব ও ওসিকার রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মোল্লাহাট উপজেলা বিএনপির দিবার্ষিক সম্মেলনে কাউন্সিলররা ভোট দিয়ে নেতা নির্বাচিত করবেন। ভোটের মাধ্যমে নির্ধারিত হবে নেতৃত্ব কার হাতে থাকবে। এর মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। যোগ্য ও সঠিক নেতৃত্বই শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন সহ আগামীর বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।