
শরিফুল ইসলাম-কালিহাতি, টাঙ্গাইল :
গত ৮ জুন ২০২৫ তারিখ থেকে কালিহাতি থানাধীন আরএস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রাক্তন ছাত্রদের উদ্যোগে আয়োজিত এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। খেলাটি আরএস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা এবং খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি গঠনের একটি উদ্যোগ হিসেবে শুরু হয়।
আজ ১২ জুন ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, গত রাত্রে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিবর্গ খেলার আয়োজন উপলক্ষে মাঠে তৈরি করা মঞ্চে আগুন ধরিয়ে দেয়। এতে মঞ্চটি সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং আয়োজকদের মধ্যে চরম হতাশা নেমে আসে।
ঘটনার পর স্থানীয়রা ও আয়োজকরা বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করেছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
উল্লেখ্য, আয়োজকরা জানিয়েছেন, কালিহাতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) যেদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারবেন, সেদিনই ফাইনাল খেলা পুনরায় আয়োজন করা হবে।
ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয়রা ও খেলাপ্রেমী জনগণ।