
শীতের দাপটে কাঁপছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। উত্তরের হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে সেখানকার জনজীবন। গত কয়েকদিন ধরে এই জেলা তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করলেও আজ তাপমাত্রা কমে ১০ ডিগ্রির ঘরে। ফলে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন।
তীব্র ঠাণ্ড হওয়ায় তারা কাজের জন্য বাইরে বের হতে পারছেন না। এ ছাড়া ঘন কুশায়ার কারণে রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।
শনিবার আবহাওয়ার অধিপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে দেশের তিন বিভাগে আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি জানায়, আগামীকাল রবিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।