
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
প্রকৃতির ছোঁয়ায় নগর হোক প্রাণবন্ত, সবুজ পরিবেশে গড়ে উঠুক মানবতার বন্ধন এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা পৌর শহরে ঘাঘট নদীর পাড়ে উদ্বোধন করা হলো মুক্তমঞ্চ মানববন্ধন।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ আনুষ্ঠানিকভাবে এ মুক্তমঞ্চ মানববন্ধনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সায়হাম আলী, সকল উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
এছাড়া রাজনৈতিক অঙ্গনের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জেলা জামায়াতের আমীর আব্দুল করিম সরকার, জেলা জামায়াতের সেক্রেটারি জহুরুল হক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক ও গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ এবং কেন্দ্রীয় সদস্য ফিহামিদুর রহমান দিবস।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।