
২০০৯ ও ২০১০ সালে টানা দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় নিউজিল্যান্ড। ১৪ বছর পর তৃতীয়বারের মতো ফাইনালে উঠেই বাজিমাত করল ‘হোয়াইট ফার্নস’রা। নারী ও পুরুষ মিলে এটাই নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথম কোনো বিশ্বকাপ শিরোপা।
নবম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতে নিল নিউজিল্যান্ড। আজ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩২ রানে হারায় সোফি ডিভাইনের দলটি।
২০০৯ ও ২০১০ সালে টানা দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় নিউজিল্যান্ড। ১৪ বছর পর তৃতীয়বারের মতো ফাইনালে উঠেই বাজিমাত করল ‘হোয়াইট ফার্নস’রা। নারী ও পুরুষ মিলে এটাই নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথম কোনো বিশ্বকাপ শিরোপা।
এদিকে, দক্ষিণ আফ্রিকার মেয়েরা টানা দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে হারল। ২০২৩ সালের আসরে তাদের হারিয়ে দেয় অস্ট্রেলিয়া। এবার সেমিফাইনালে তারা অস্ট্রেলিয়াকে হারালেও ফাইনালে ব্যাট-বলে নিষ্প্রভ ছিল লরা উলভার্টের দল। ফলে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জেতা হলো না তাদের।
আজ আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫৮ রান তোলে নিউজিল্যান্ড। অ্যামেলিয়া কের ৩৮ বলে ৪৩, ব্রুক হলিডে ২৮ বলে ৩৮ ও সুজি বেটস ৩১ বলে ৩২ রান করেন। ননকুলুলেকো এমবালা ৩১ রানে ২টি উইকেট নেন।
বড় রান তাড়া করতে নেমে প্রোটিয়ারা ভালো সূচনা করে। যদিও ৫১ রানে ওপেনিং জুটি ভাঙার পর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দলটি। ব্যাটিংয়ে ভালো করা অ্যামেলিয়া কের লেগস্পিনে ২৪ রানে তিন উইকেট নিয়ে প্রোটিয়াদের বড় ক্ষতিটা করেন। এছাড়া রোজম্যারি মায়ের ২৪ রানে তিনটি উইকেট নেন।