
এসএম নুর ইসলাম :
রূপসা উপজেলা ২ নং শ্রীফলতলা ইউনিয়নের নন্দনপুর সরকারি প্রাইমারি স্কুল মাঠে ৮ নং ওয়ার্ড যুব সংঘ এর উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টিতে খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে।
এ ধরনের খেলাধুলার আয়োজন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সবল রাখবে। তাই দেশের খেলাধুলাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন।
স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকে। সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়। আর দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে।
বর্তমান সময়ে শহরাঞ্চলে খেলার মাঠ দিনে দিনে কমছে। যেই দু-একটি মাঠ আছে সেগুলোও ময়লার ভাগাড়ে পরিণত। পর্যাপ্ত মাঠ না থাকা ও মাঠের যথাযথ পরিচর্যার অভাবে খেলাধুলা মান ক্রমে যাচ্ছে। ফলে বর্তমান প্রজন্ম হচ্ছে শারীরিক ভাবে দুর্বল ও মানসিকভাবে বিষণ্ন্ন। আশা করি, খেলাধুলার প্রচার ও উপযুক্ত মাঠের ব্যবস্থা করে বর্তমান প্রজন্মকে সুস্থ সবল ও কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নিতে হবে।
শনিবার ( নয় আগস্ট) বিকেলে রূপসা উপজেলা ২ নং শীফলতলা ইউনিয়নের নন্দনপুর সরকারি প্রাইমারি স্কুল মাঠে ১৬ দলীয় ৮ নং ওয়ার্ড যুব সংঘ এর উদ্যোগে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন । প্রধান অতিথি আলহাজ্ব শাহিন আহমেদ জমাদ্দার বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক প্রধান আলোচক মোস্তাফা উল বারী লাভলু আহবায়ক কমিটির সদস্য খুলনা জেলা বিএনপি বিশেষ অতিথি শেখ জাকির হোসেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক শেখ জাহিদুর রহমান সদস্য সম্মেলন প্রস্তুত কমিটি ২ নং শ্রীফলতলা ইউনিয়ন বিএনপি কেএম সালে আহমেদ মোঃ নাসির উদ্দিন ফকির মোঃ আব্দুল্লাহ শেখ হাওলাদার জাকির আহমেদ জমাদ্দার মিজানুর রহমান খোকন মোহাম্মদ আলী হোসেন খান মোহাম্মদ আব্দুল গফফার গাজী বাবলু কুমার নন্দী মোহাম্মদ মোজাম শেখ মোঃ মশিউর রহমান সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।