
রায়হান শেখ :
বাগেরহাট সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে কমিটি গঠিত হয়েছে।২০ সেপ্টেম্বর, ২০২৫ ইং,শনিবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে সৈয়দ নাছির আহম্মেদ মালেক ৩৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালুকদার শহিদুল ইসলাম পেয়েছেন ৩০৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে শেখ আবুল কালাম আজাদ বুল ৪২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্য প্রার্থী শেখ সোহেল রানা পেয়েছেন ২৬৫ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মোঃ কামরুজ্জামান শিমুল ১৮৪ ভোট এবং শেখ মহিদুল ইসলাম ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা টিমের প্রধান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।