
এসএম নুর ইসলাম :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে ৫ অক্টোবর তেরখাদা উপজেলা যুবদলের আয়োজিত যুব সমাবেশে রূপসা থানা ২ নং শ্রীফলতলা ইউনিয়নের বিএনপি’ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নন্দনপুর হইতে শেখ জাহিদুর রহমানের নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে তেরখাদা যুব সমাবেশ সফল করার লক্ষ্যে যোগদান করেন।
এ সময় বিশাল মিছিলে নেতৃত্ব দেন ২ নং শ্রীফলতলা ইউনিয়নের সার্চ কমিটির অন্যতম সদস্য শেখ জাহিদুর রহমান, মোঃ কামরুল মোল্লা, মোঃ ইয়াসিন সরদার, মোঃ বাদল খান , মোঃ গফফার শেখ, রুপসা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক নিয়াম মল্লিক, মোঃ ফারুক মোল্লা, নয়ন হাওলাদার,টুটুল শেখ তাতি দল নেতা নাহিদ খান,কৃষক দলনেতা সোহাগ শেখ, সাবেক ছাত্রনেতা মোঃ নাসিম হাওলাদার আসাদ খন্দকার আর ও উপস্থিত ছিলেন মুসা খলিফা আয়নাল হাওলাদার, ইয়ামিন শেখ, মোঃ কেরামত আলী, মোহাম্মদ নুর ইসলাম শেখ, ইকবাল শেখ, মুসা সরদার আজাদ শেখ, মিন্টু শেখ, পিন্টু মোল্লা, নাইম মোল্লা,রাজিব, শাহিদ হাওলাদার, রোস্তম শেখ, মহির মল্লিক, আলিমুল মল্লিক, জাহিদ মল্লিক, শ্রমিকদল নেতা ইজাজ, নঈম খন্দকার ,ইবাদুল, আজমাইন শেখ, হালিম, এনামুল ফকির, মুক্তার, শুকুর, ইনসান, মহাসিন, আজম হাওলাদার, রুবেল হাওলাদার, বাচ্চু, ফিরোজ, রাসেল, বাইজিদ, ওলিদ, কামরুল, ইউসুফ,এছাড়া ইউনিয়ন ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষ করে শেখ জাহিদুর রহমানের আমন্ত্রণে সকল নেতা কর্মীদের রাতের খাবারের আয়োজন করেন এ সময় উপস্থিত হন খুলনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এনামুল হক সজল এবং খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।