
নিজস্ব প্রতিবেদক :
৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ ঢাকায় একটি বিজয় র্যালির আয়োজন করে। এ র্যালিতে অংশগ্রহণ করেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক, সাবেক কেন্দ্রীয় যুবনেতা এবং দৈনিক জনজাগরণ পত্রিকার সহ-সম্পাদক মোঃ নাসির উদ্দিন খোকন।
র্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা পতাকা ও ব্যানার হাতে স্লোগানে স্লোগানে মুখর করে তোলে রাজধানীর রাজপথ। নাসির উদ্দিন খোকন বলেন, “এই দিনটি শুধু একটি রাজনৈতিক স্মারক নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ছাত্র ও জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফসলই এই বিজয়।”
তিনি আরও জানান, ফ্যাসিবাদী শাসনের অবসান এবং জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠাই আজ বিএনপির প্রধান লক্ষ্য। গণতন্ত্র ও দেশের স্বাধীনতা রক্ষায় প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।