
মো: গোলাম রব্বানী-স্টাফ রিপোর্টার :
খুলনার দিঘলিয়া উপজেলায় শ্বশুর কর্তৃক পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। অভিযোগপত্রে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি একাধিকবার ভয়ভীতি ও ওষুধ খাইয়ে ভুক্তভোগীকে ধর্ষণ করেন। মঙ্গলবার গৃহবধূর পিতা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
ভুক্তভোগী জানান, বিয়ের পর প্রথমদিকে দাম্পত্য জীবন স্বাভাবিক থাকলেও কিছুদিন পর থেকেই শ্বশুরের আচরণ সন্দেহজনক হয়ে ওঠে। এক পর্যায়ে স্বামীকে বাইরে পাঠিয়ে বাড়িতে একা পেয়ে ঘুমের ওষুধ খাইয়ে তাকে ধর্ষণ করা হয়। অভিযোগে বলা হয়, বিষয়টি স্বামীকে জানালেও তিনি কোনো প্রতিকার না দিয়ে উল্টো হুমকি দেন এবং ঘটনাটি গোপন রাখতে বলেন।
পরবর্তীতে নিয়মিতভাবে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হন বলে জানান ভুক্তভোগী। একদিন মারধরের পর বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হলে আত্মীয়দের সহায়তায় তিনি শ্বশুরবাড়ি ত্যাগ করেন এবং অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেন।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ বলেন, মামলা পাওয়ার পরই আমরা অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।