
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের চারবারের সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের জানাজায় অর্ধশতাধিক ব্যক্তির মোবাইল ফোন ও নগদ টাকা চুরি হয়েছে।
আজ শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় তাড়াশ ডিগ্রি কলেজ মাঠে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের জানাজায় হাজারো মানুষ যোগ দেন।
এ সময় কিছু অসাধু লোক পরিকল্পিতভাবে জানাজার ভিড়ের মধ্যে মিশে লোকজনের মোবাইল ফোন ও নগদ টাকা চুরি করে বলে অভিযোগ উঠেছে। জানাজায় শরিক হওয়া মুনসুর রহমান, আতিক, ইউনুস আলী, আলাউদ্দিন, আজাদ, শরিফুল ইসলাম, আহাদ, আরিফ, আব্দুল্লাহ, হায়দার আলী, আবুল কালামসহ অর্ধশতাধিক ব্যক্তি তাঁদের স্মার্টফোন ও নগদ টাকা হারিয়েছেন। ভুক্তভোগী অনেকে বলেন, এমন একটি শোকাবহ, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে চুরির ঘটনা শুধু অমানবিকই নয়, এটি পুরো এলাকার মর্যাদাকে কলঙ্কিত করেছে। যাদের হৃদয়ে সামান্যতম ধর্মীয় অনুভূতি বা নৈতিকতা থাকে, তারা কখনো এমন জঘন্য কাজ করতে পারে না।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, যেসব ব্যক্তি ফোন হারিয়েছেন, তাঁরা প্রয়োজনীয় কাগজপত্রসহ সাধারণ ডায়েরি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।