
সাইমন :
১৮ জুলাই, শুক্রবার—২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে, তাদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের আশু সুস্থতা চেয়ে দেশব্যাপী দোয়া মাহফিল ও মৌন মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, ঢাকাসহ দেশের সকল জেলা ও মহানগরের মসজিদে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একইসঙ্গে, শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শান্তিপূর্ণ মৌন মিছিলও আয়োজিত হবে।
বিবৃতিতে আরও বলা হয়, দেশবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের এসব কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আন্তরিক অনুরোধ জানানো হচ্ছে।