
শরিফুল ইসলাম-কালিহাতী, টাঙ্গাইল :
টাঙ্গাইলের কালিহাতীতে ভোক্তাদের সঙ্গে প্রতারণা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাতের অভিযোগে একাধিক মিষ্টির দোকানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।
রবিবার (৬ জুলাই) দুপুরে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার জনাব খায়রুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায়, কিছু দোকানে মিষ্টির বক্সের ওজন বাড়িয়ে গ্রাহকদের ঠকানো হচ্ছিল এবং দইয়ে পরিমাণে কম দেওয়া হচ্ছিল। তদুপরি, দোকানগুলোর পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর।
এমন অনিয়মের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে দয়াময়ী হোটেলকে ১০ হাজার টাকা, বিনিময় হোটেলকে ৫ হাজার টাকা, মৌচাক মিষ্টান্ন ভাণ্ডারকে ৩ হাজার টাকা ও নিমন্ত্রণ হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ব্যবহার অনুপযোগী কিছু মিষ্টির বক্স ধ্বংস করে ফেলা হয়।
ইউএনও খায়রুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।