
মোহাম্মদ ওয়াহেদ আলী-লালমনিরহাট :
আগামী ২২ শে সেপ্টেম্বর ২০২৫ রোজ সোমবার বিকাল তিন ঘটিকায় সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মত বিনিময় সভার আয়োজন করেছেন সাবেক মন্ত্রী জননেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সাংগঠনিক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও সম্মানিত সভাপতি লালমনিরহাট জেলা বিএনপি।
এই মত বিনিময় সভা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের নিয়ে লালমনিরহাট জেলা পূজা উদযাপন কমিটি এবং লালমনিরহাট জেলার সকল উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সনাতনী ভাইবোনেরা যেন নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আমরা সকল ধর্ম ও বর্ণের মানুষ মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলবো।
এই সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন লালমনিরহাট জেলা বিএনপি’র পক্ষ থেকে জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।