
নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর ২৭ জুন ২০২৫ ইং, রোজ-শুক্রবার, বাদ আসর সততা মার্কেট, নলজানি, জয়দেবপুর রোড গাজীপুর গ্রেটার রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে জুন-২০২৫ইং মাসের নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, নতুন সদস্য অন্তর্ভুক্তি, সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত উন্নয়ন বিষয়ক আলোচনা হয়। এ ছাড়াও আগামী মাসের কর্মসূচি এবং একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন নিয়ে বিস্তারিত পরিকল্পনা গৃহীত হয়।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। একে পেশাগত নৈতিকতা ও সাহসিকতার সঙ্গে এগিয়ে নিতে হবে। তারা আরও বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষায় গাজীপুর গ্রেটার রিপোর্টার্স ইউনিটি সব সময় অগ্রণী ভূমিকা রাখবে।
সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।