
জয়পুরহাট চিনিকলে শুরু হয়েছে ৬০তম আখ মাড়াই মৌসুম। গতবারের ৬৬ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়েই ২০২২-২৩ আখ মাড়াই মৌসুম শুরু করলো দেশের বৃহৎ চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানটি।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে এ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএসএফআইসির পরিচালক (অর্থ) ও সরকারের যুগ্ম সচিব খন্দকার আজিম আহমেদ।
জয়পুরহাট চিনিকল চত্বরে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান খাজা শামসুল আলম, জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আখলাছুর রহমান।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র বলেন, ‘জিল বাংলা চিনিকলটির লোকসান ও ঋণের বিষয়টি সমাধানে যথেষ্ট চেষ্টা চলছে। আশা রাখি, লোকসান কাটিয়ে ওঠা সম্ভব হবে।’
এর আগে চিনিকলের ক্যান ক্যরিয়ার প্রাঙ্গণে চলতি আখমাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চিনিকলটির ব্যবস্থাপনা পরিচালক মো. মোশারফ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন—জিল বাংলা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. মোশারফ হোসেন। চিনিকলের ডিজিএম (সম্প্রসারণ) মো. আলাউদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান, জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-২ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু শ্যামল চন্দ, পৌর বিএনপির আহ্বায়ক মনজুরুল ইসলাম, সদস্যসচিব আতিকুর রহমান সাজু, উপজেলা জামায়াতে ইসলামীর জয়েন্ট সেক্রেটারি ইসমাইল হোসেন এবং জিবাচিক ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সভাপতি দলিলুর রহমান।
।