
মো: রিপন আহমেদ :
সৌদি আরবজুড়ে নতুনভাবে জেগে উঠছে বেদুইন সংস্কৃতি, আর এই নবজাগরণের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠেছে ঐতিহ্যবাহী বেদুইন তাঁবু—যা স্থানীয়ভাবে পরিচিত “বাইত আল-শাআর”, অর্থাৎ “চুলের ঘর”।
উট, ছাগল ও ভেড়ার লোম দিয়ে তৈরি এই তাঁবুগুলো একসময় মরুভূমির যাযাবর জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল।
কিন্তু আজ তা শুধু অতীত নয়—এটি নতুন প্রজন্মের কাছে একটি সাংস্কৃতিক রত্ন হিসেবে পুনরাবিষ্কৃত হচ্ছে।