
রিয়াল মাদ্রিদকে আটকে দিলো লিভারপুল। এনফিল্ডে গড়ল বিরল কীর্তি, প্রায় ১৬ বছর পর লস ব্লাঙ্কোজদের বিপক্ষে জয়ের দেখা পেল তারা। তাতে এবারের চ্যাম্পিয়ন্স লিগে শতভাগ জয়ের ধারা ধরে রাখল আর্না স্লটের দল।
ঘরের মাঠে আধিপত্য বিস্তার করে স্প্যানিশ চ্যাম্পিয়নদের হারের স্বাদ দিয়েছে ইংলিশ জায়ান্ট লিভারপুল। আনফিল্ডে আরনে স্লটের দলের সঙ্গে পেরে ওঠেনি কার্লো আনচেলত্তির শিষ্যরা। ২-০ গোলের জয়ে ১৫ বছর পর রিয়ালের বিপক্ষে জয় তুলে নিয়েছে অলরেডরা।
চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল কোনটি? কোন ফুটবল ভক্তকে এই প্রশ্ন করা হলে একবাক্যে উত্তর আসবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের নাম। সাম্প্রতিক সময়ে ইউরোপের ক্লাব ফুটববলে সবচেয়ে মর্যাদা পূর্ণ এই আসরটিকে নিজেদের প্রতিযোগিতা বানিয়ে ফেলা দলটি অবশ্য এবার পড়েছে মহা বিপদে। চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরাই এবার রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ে যাওয়ার শঙ্কায়।
প্রথমার্ধে লিভারপুলকে কোনোমতে আটকে রাখতে দ্বিতীয়ার্ধে আর সেটা করতে পারেননি রিয়াল। ৫২ মিনিটে লিভারপুলকে প্রথম এগিয়ে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
তবে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল রিয়াল। কিন্তু কিলিয়ান এমবাপে পেনাল্টি মিস করলে সে সুযোগ নষ্ট হয়। অন্যদিকে একই কায়দায় লিভারপুলের লিড বাড়ানোর সুযোগ মিস করেন মোহাম্মদ সালাহ।
তবে ৭৩ মিনিটে লিভারপুলের ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো রিয়ালের জাল কাঁপাতে সক্ষম হলে জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এই মাঠেই রিয়ালের বিপক্ষে ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ৪-০ গোলের দাপুটে এক জয় পেয়েছিল লিভারপুল। এরপর যখনই স্প্যানিশ চ্যাম্পিয়নরা সামনে এসেছে, বারবার হতাশার গল্পই সঙ্গী হয়েছিল অলরেডদের। এর মধ্যে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হারের বিষাদও রয়েছে।
তবে শেষ পর্যন্ত ১৫ বছরের দুঃখ ভোলানো এক জয় ভক্তদের উপহার দিতে পেরেছে স্লটের লিভারপুল।