
মোঃ সাগর হোসেন :
গাংনী উপজেলার চিৎলা পাট বীজ খামার শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) যুগ্ম পরিচালক (পাট বীজ) কার্যালয়ের সামনে শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন। পরে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত “দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়মিতকরণ নীতিমালা-২০২৫” বাতিল এবং কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০১৭ অনুযায়ী বিএডিসিসহ সকল কৃষি ফার্ম শ্রমিককে নিয়মিতকরণসহ ১৩ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান শ্রমিকরা।
বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিৎলা পাটবীজ খামার শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সাত্তার।এসময় চিৎলা পাটবীজ খামার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপদেষ্টা আখতারুজ্জামান লিটিল, শফিউর রহমান টমা, যুগ্ম সম্পাদক মহিউদ্দিনসহ শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।
শ্রমিক নেতারা বলেন, দীর্ঘদিন ধরে শ্রমিকরা অমানবিক অবস্থা ও অবিচারের শিকার হয়ে আসছেন। অবিলম্বে এসব দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।