
রায়হান শেখ-মোল্লাহাট :
বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামি মোল্লাহাট উপজেলা পেশাজীবী বিভাগের এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মোল্লাহাট উপজেলা পেশাজীবী বিভাগের আয়োজনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান মোল্লাহাট মডেল মসজিদ মিলনায়তনে ৩০ (আগস্ট) ২০২৫, রোজ শনিবার, রাত ৯:০০ ঘটিকায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট -১ আসনের এমপি প্রার্থী জননেতা অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, বিশেষ অতিথি মোল্লাহাট উপজেলা থানা: আমির মোঃ হাসমত আলী সরদার।
উপজেলা পেশাজীবী বিভাগের সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি মোঃ শেখ ইয়াসিন। অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন পেশাজীবী বিভাগের জয়েন সেক্রেটারি, সিকদার মহব্বত আলী, জয়েন সেক্রেটারি মোঃ জুবায়ের হোসেন, মোহাম্মদ আইয়ুব হোসেন ও মোঃ হায়দার আলী সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মোল্লাহাট উপজেলা।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা পেশাজীবী বিভাগের জয়েন সেক্রেটারি ও প্রচার সম্পাদক মোঃ মীর মাসুদ, জয়েন সেক্রেটারি মোঃ তারিকুল ইসলাম, মোঃ শামীম মোল্লা, মহাব্বত চৌধুরী, মোঃ মারুফ মোল্লা, মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিরাজ। ইউনিট সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম ইউনিট সেক্রেটারি মোহাম্মদ বখতিয়ার উদ্দিন (তকি) সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী বৃন্দ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মোল্লাহাট উপজেলা পেশাজীবী বিভাগের উল্লেখিত নেতাকর্মীবৃন্দ যে কথা সবার কাছে পৌঁছে দিতে চেয়েছেন তা হলো, আল্লাহর আইন চাই- সৎ লোকের শাসন চাই। সৎ ও যোগ্য লোকের হাতে এ দেশের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার জোর দাবি জানিয়েছেন।