
মো: রিপন আহমেদ :
রবিবার রাতে টঙ্গী হোসেন মার্কেটের ইম্পেরিয়াল হাসপাতালের সামনের ড্রেনে পড়ে নিখোঁজ নারী কেমিস্ট ফারিয়া তাসনিম জ্যোতির (২৮) লাশ ৩৭ ঘন্টা পর ঘটনাস্থলের ২ কিলোমিটার দূর থেকে উদ্ধার করা হয়েছে। টঙ্গী গাজীপুরা চানকির টেকের দত্তপাড়া টেকপাড়া বাঁশপট্রির বিলে আজ মঙ্গলবার সকাল নটার দিকে জ্যোতির লাশ পাওয়া যায়। টঙ্গী ফায়ার সার্ভিসের মুখপাত্র শাহিন আলম এ খবর নিশ্চিত করেছেন।
শাহিন আলম আরো জানান, টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে টঙ্গীর বাঁশপট্টি বিলের মাঝখান থেকে মরদেহটি উদ্ধার করে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী হোসেন মার্কেটে বৃষ্টির পানিতে তলিয়ে থাকা খোলা ড্রেনে পড়ে রবিবার রাতে নিখোঁজ হন জ্যোতি। বহু খোঁজাখুঁজি করেও জ্যোতিকে পাওয়া যাচ্ছিল না।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসকান্দার হাবিবুর রহমান বলেন, আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কাজ চালিয়ে গেছি। লাশ উদ্ধারের জনমনে স্বস্তি ফিরে এসেছে। টঙ্গী ফায়ার সার্ভিসের মুখপাত্র শাহিন আলম বলেন, দুর্ঘটনাস্থলের ম্যানহোলটি প্রায় ১০ ফুট গভীর এবং প্রবল বর্ষণের কারণে পুরোপুরি পানিতে ডুবে ছিল। ফায়ার সার্ভিসের ৫ সেরা ডুবুরি দল অভিযান চালিয়ে জ্যোতির মরদেহ উদ্ধার করে।
এদিকে দুর্ঘটনার তদন্তে গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের সচিবকে প্রধান করে ৪ সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে ফায়ার সার্ভিসসহ অন্যান্য সেবা প্রতিষ্ঠানকে যুক্ত করা হয়েছে। কমিটি আগামী ৭ কর্মদিবসে তদন্ত প্রতিবেদন জমা দিবেন। স্থানীয়রা নিরাপদ চলাচলের ব্যবস্থা, ঢাকনাযুক্ত ম্যানহোল এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থার দাবি জানিয়ে বলেছেন, এমন মৃত্যু যেন আর কোনো পরিবারে না আসে।
মৃত ফারিয়া তাসনিম সিদ্দিকী জ্যোতি রাজধানীর মিরপুর ১০ নম্বর সেক্টরের বাসিন্দা ছিলেন। তিনি ‘মনি ট্রেডিং’ নামের একটি ওষুধ আমদানিকারক প্রতিষ্ঠানে সেলসম্যান হিসেবে রিপ্রেজেনটেটিভ হিসাবে কাজ করতেন। সে চুয়াডাঙ্গা জেলার ৪ নম্বর ওয়ার্ড মসজিদপাড়ার মৃত ওলিউল্লাহ আহাম্মদ বাবলুর মেয়ে।
দুর্ঘটনার পর ওইদিন রাতেই ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা অভিযান শুরু করে। কিন্তু সোমবার রাত পর্যন্ত কোনো খোঁজ না পাওয়ায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে সোমবার সন্ধ্যার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়েবএরশাদ নগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। প্রায় দুই ঘণ্টা মহাসড়কে অবরোধ চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, যানচলাচল শুরু হয়।
স্থানীয়দের অভিযোগ, গাজীপুর সিটি করপোরেশন ও বিআরটির অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে সড়কের পাশের ১২ ফুট প্রশস্ত ড্রেন সংকুচিত করে ৬ ফুটে নামিয়ে আনা হয়েছে। এতে বৃষ্টির সময় পানির প্রবল স্রোত তৈরি হয় ড্রেনটিতে এবং নিরাপত্তাহীন খোলা ম্যানহোলে পড়ে এমন দুর্ঘটনা ঘটছে বারবার।
সূত্র : জনকণ্ঠ…