
অর্জুন কুমার শীল-নোয়াখালী :
নোয়াখালীতে অবৈধভাবে গড়ে উঠেছে বিভিন্ন পণ্য ও খাদ্যদ্রব্যের ফ্যাক্টরি।নোয়াখালী সদর উপজেলার অন্তর্গত মাইজদী পৌরসভার ৬ নং ওয়ার্ডের দত্তেরহাট বিএসসি মাস্টার বাড়ির মোড়ে গড়ে উঠেছে এই ফ্যাক্টরি।
এই ফেক্টরির ভিতরে দেখা যায় একপাশে বোতল তৈরি করা হচ্ছে আর এক পাশে তৈরি করা হচ্ছে সরিষার তেল এবং ড্রাম ভর্তি সয়াবিন তেল নিয়ে আসা হচ্ছে এই ফ্যাক্টরিতে।এরপর এইসব তৈল বিভিন্ন সাইজের বোতলে ভর্তি করে নিজ দোকানে ও বিভিন্ন বাজারে বাজারজাত করছে। কিন্তু ওই ফ্যাক্টরিতে সাইনবোর্ডে লেখা আছে পিট বোতল হাউস পাইকারি ও খুচরা বিক্রি করা হয়।
বোতল তৈরি ও তেল তৈরি এবং বাজারজাত করার কোন ইঙ্গিত তাদের ওই সাইনবোর্ডে নাই। তাহলে আমরা কি মনে করবো কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখে এইসব কর্মকাণ্ড করছে, না অবৈধভাবে চলছে এইসব ব্যবসা জানা যায় এইসব তৈরি তৈরি করা হয় বিভিন্ন কেমিক্যাল ও সরিষা দিয়ে এইসব তৈল সাধারণ মানুষ খেয়ে দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। সাধারণ মানুষের ধারণা মোটা অংকের টাকা দিয়ে এইসব ফ্যাক্টরি চালানো হয় কারণ দত্তেরহাট বি এস টি আই অফিসের কাছে চলছে এইসব ব্যবসা।
আমরা মানুষের সুস্বাস্থ্য কামনা করে এইসব ফ্যাক্টরির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বি এস টি আই ও অন্যান্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আশা করি এই সকল অবৈধ ফ্যাক্টরি বদ্ধ হয়ে যাবে ভালো থাকবে মানুষ ও স্বাস্থ্য।