
মোঃ মাহবুবুর রহমান সোহেল :
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার নব্য আহ্বায়ক ও বিএনপি নেতা মাহমুদ সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে এক অটোচালককে মারধরের অভিযোগ উঠেছে। জানা গেছে, বৃহস্পতিবার (10.07.2025) বিকেলে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পার্কিং সংক্রান্ত বিষয় নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে মাহমুদ সরকার প্রকাশ্যে ওই অটোচালককে চড়-থাপ্পড় মারেন এবং গালিগালাজ করেন।
স্থানীয়রা জানান, অভিযুক্ত বিএনপি নেতা মাহমুদ সরকার দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ অটোচালকদের হয়রানি করে আসছেন।
তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ভয়ভীতি দেখিয়ে প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে। ভুক্তভোগী অটোচালকের পরিবার জানান, ঘটনার পর থেকে তাঁরা আতঙ্কে রয়েছেন এবং প্রশাসনের কাছে নিরাপত্তা ও ন্যায়বিচার চেয়েছেন।
এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ দেখা দেয়।
বিষয়টি নিয়ে কালিয়াকৈর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।