
যুক্তরাষ্ট্রে আবারও স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এবার উইসকনসিনের একটি স্কুলে ১৫ বছর বয়সী কিশোরীর গুলিতে দুজন নিহত ও ছয় জন আহত হয়েছেন।
গুলিতে নিহত হয়েছেন বন্দুকধারী কিশোরীও। পুলিশের ধারণা, নিজের ছোড়া গুলিতে নিহত হয়েছেন ওই কিশোরী।
আজ মঙ্গলবার সংবাদমাধ্যম বিবিসি ও সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দুপুরে ম্যাডিসনের অ্যাবানড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে বন্দুক হামলা চালানো হয়। এলোপাতাড়ি গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে।
শহরের পুলিশ প্রধান শন বার্নস বলেন, নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছে বলে মনে করা হচ্ছে। হামলার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা স্কুলের আশপাশের রাস্তা বন্ধ করে দেয়। বন্দুক হামলায় একজন শিক্ষক ও একজন শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত ছয় জনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
ম্যাডিসন পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, তদন্ত চলছে। নতুন কোনো তথ্য পেলেই তা প্রকাশ করা হবে।