
মো: রিপন আহমেদ :
আসুন সালাহউদ্দিনের মুখোস উম্মোচন করি।
বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র হত্যাকারী ফেরারি আসামি।স্বেচ্ছাসেবক লীগ মহানগর সেক্রেটারি স্থানীয় আওয়ামী। ওয়ার্ড কাউন্সিলর নাঈম পরিবারের পিতা।
মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি মফিজ উদ্দিন বেপারী। অবৈধ, জবর দখল ও লুটপাট করা সম্পদ রক্ষার দায়িত্বে এখন সালাউদ্দিন।নব্য বিএনপি এই ধান্দাবাজ সালাহউদ্দিন পেয়ারী।
পতিত *আওয়ামী লীগ খেয়ে সম্পদের পাহাড় গড়ে এখন আবার বিএনপিতে ফেরার কুট-চেষ্টায় মরিয়া। অভিযোগ পাওয়া গেছে সাংবাদিক কে হত্যা মামলা ফাঁসিয়ে দেওয়ার হুমকি সহ বিমানবন্দর থানা জুলাই হত্যা মামলার আসামি সালাউদ্দিন পিয়ারী তান্ডব আবারো শুনুন দেখুন।
এয়ারপোর্ট সবার আলোচিত বিতর্কিত বহুরূপী সালাউদ্দিন পিয়ারী কর্মকাণ্ড বিএনপি দলীয় নেতাকর্মীরা হতাশ!!এলাকায় অভিযোগ রয়েছে ৩৪টি মামলার আসামি হয়েও তিনি প্রশাসনের নাকের ডগায় দাপিয়ে বেড়াচ্ছেন তিনি … তথ্যসূত্র জানা যায়।
থানা পুলিশ তার হাতের মুঠোয়। এয়ারপোর্টে ত্রাস ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলার নাঈমের বিশ্বস্ত ইয়াসিন। সালাউদ্দিন এর গর্বিত সন্তান তিনি আরাফাত ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদ ছিলো…… বিমানবন্দর থানা বিস্ফোরণ মামলার আসামি ইয়াসিন।
সরকার পতনের পর খোলস পাল্টিয়ে এখন নিজেকে এন, সি, পি, পরিচয় দেন এলাকাবাসীর অভিযোগ। সালাউদ্দিন হয়ে গেছেন বিএনপি’র মস্ত বড় নেতা।সংবাদ প্রকাশের পর গণমাধ্যম কর্মীকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় এলাবাসী।কাওলা আশকোনা, দক্ষিনখান, ময়নারটেক, উযামটেক, চামুর খান সহ এলাকার মানুষরা।