
মো: আসাদুজ্জামান দারু-মোংলা প্রতিনিধি :
বাগেরহাট জেলার মোংলায় স্বেচ্ছাশ্রমে একটি মিষ্টি পানির পুকুর থেকে কচুরিপানা পরিষ্কার করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। পুকুরটি কচুরিপানায় ভর্তি হয়ে যাওয়ায় পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল এবং ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। পরে স্থানীয় বিএনপির উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে পুকুরটি পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলা হয়। এতে স্থানীয় বাসিন্দারা বিএনপি নেতাকর্মীদের প্রশংসা করছেন।
উপজেলার চাঁদপাই ইউনিয়নের উত্তর চাঁদপাই মোড় এলাকার মাদানী জামে মসজিদের পাশের এই পুকুরটি বৃষ্টির মৌসুম শেষে স্থানীয় দোকানপাট ও সাধারণ মানুষের খাবার পানির অন্যতম উৎস হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া, মসজিদের মুসল্লিরাও ওজুর জন্য এই পুকুরের পানি ব্যবহার করেন।
স্থানীয় বিএনপি’র স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আজিজ মোড়ল জানান, কচুরিপানাগুলো পচে দুর্গন্ধ ছড়াতে শুরু করায় পানির ব্যবহার বন্ধ হয়ে গিয়েছিল।
ওযু করতে অসুবিধা হয়। মশার উপদ্রব বৃদ্ধি পায় এবং রোগ বালাই বৃদ্ধির উপক্রম দেখা দেয়। তাই এলাকাবাসীকে সাথে নিয়ে স্বেচ্ছায় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল ও কৃষক দলের নেতাকর্মীরা পরিষ্কার- পরিচ্ছন্নতায় অংশ নেন।
এ কার্যক্রমে অংশ নেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক মো. আজিজ মোড়ল, চাঁদপাই ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মোজাম্মেল হক, উপজেলা মৎস্যজীবী দলের প্রচার সম্পাদক জাহাঙ্গীর শেখ, ধর্মবিষয়ক সম্পাদক ইশারাত শেখ, চাঁদপাই ইউনিয়ন যুবদল নেতা আবু নাসের এবং নারী নেত্রী নাসিমা বেগমসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।