মোঃ মাহবুবুর রহমান সোহেল :
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার নব্য আহ্বায়ক ও বিএনপি নেতা মাহমুদ সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে এক অটোচালককে মারধরের অভিযোগ উঠেছে। জানা গেছে, বৃহস্পতিবার (10.07.2025) বিকেলে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পার্কিং সংক্রান্ত বিষয় নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে মাহমুদ সরকার প্রকাশ্যে ওই অটোচালককে চড়-থাপ্পড় মারেন এবং গালিগালাজ করেন।
স্থানীয়রা জানান, অভিযুক্ত বিএনপি নেতা মাহমুদ সরকার দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ অটোচালকদের হয়রানি করে আসছেন।
তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ভয়ভীতি দেখিয়ে প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে। ভুক্তভোগী অটোচালকের পরিবার জানান, ঘটনার পর থেকে তাঁরা আতঙ্কে রয়েছেন এবং প্রশাসনের কাছে নিরাপত্তা ও ন্যায়বিচার চেয়েছেন।
এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ দেখা দেয়।
বিষয়টি নিয়ে কালিয়াকৈর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page