
রায়হান শেখ-বিশেষ প্রতিনিধি :
আফসানা আঁখি (২২), পিতা- মহারাজ গাজী, মাতা- বিউটি বেগম, সাং- তেঁতুলতলা, জলমা, বটিয়াঘাটা, খুলনা এর স্থায়ী বাসিন্দা। তিনি গত ৩১ জুলাই ২০২৫ ইং তারিখ বিকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটের সময় তার মেজো খালু হাসান খাঁ (৩৮), পিতা- ইউসুফ খাঁ, মাতা- হাজেরা বেগম, সাং- বহরবৌলা, বনজগ্রাম, মোড়েলগঞ্জ, বাগেরহাট এর সাথে ৪ বছরের শিশু সন্তান রেখে নিখোঁজ হন।
আফসানা আঁখির মা বিউটি বেগম জানান, তার মেয়ে ও বোনের স্বামী হাসান খাঁ মিলে সমিতি থেকে তোলা ১,৩০,০০০ (এক লক্ষ ত্রিশ হাজার) টাকা নিয়ে পালিয়ে যায়। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাচ্ছেন না। নিখোঁজ আফসানার ৪ বছরের শিশু সন্তান সারাক্ষণ ‘মা মা’ বলে কান্নাকাটি করছে। তার আর্তনাদে বাড়ি-ঘরের পরিবেশ ভারী হয়ে উঠেছে।
প্রতিবেশীরা বলেন, হাসান খাঁর এমন জঘন্য কাজের জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। হাসানের স্ত্রী নুরুন্নাহার (ভুমু) অভিযোগ করে বলেন, হাসান একজন চিহ্নিত নারী পাচারকারী। সে পূর্বেও বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক নারীকে পাচার করেছে। নুরুন্নাহার আশঙ্কা প্রকাশ করেন, আফসানাকেও পাচার করা হতে পারে।
যদি কেউ আফসানা আঁখি ও হাসান খাঁর সন্ধান পান, তাহলে তাদেরকে দ্রুত পুলিশে সোপর্দ করুন এবং নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে:
📞 স্ত্রী (নুরুন্নাহার): ০১৭৩৮-৯৯৯৫৬১
📞 মেয়ের মা (বিউটি বেগম): ০১৭৭৪-৫৪৪৭২৫