
নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানী ঢাকা সহ সারাদেশের অসংখ্য মন্দির পাহাড়ায় বিনিদ্র রজনী অতিবাহিত করছেন হেফাজতে ইসলাম, চরমোনাই ( ইসলামিক আন্দোলন) ও জামায়াতে ইসলাম ও রাজনৈতিক অসংখ্য নেতাকর্মীরা। সরেজমিন পর্যবেক্ষণে দেখা যায় দেশের পূজা মন্ডপ গুলিকে অক্লান্ত চেষ্টা করে নিরাপদে পূজা পালনে সহায়তা করে অসাম্প্রদায়িক চেতনার দৃষ্টান্ত স্থাপন করছেন ক্বওমী ও জামায়াত এর মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী ও মাদ্রাসার শিক্ষকরা। পাহাড়ার সময় তারা লাঠি ও বাশ নিয়ে শত্রু মোকাবিলার জন্য সদা প্রস্তুত থাকে।

তাদের সাথে কথা বলে জানা যায় তারা তাদের উপর মহলের নেতা ও শিক্ষকদের আদেশে এই দ্বায়িত্ব পালন করছেন, তাদের সাথে পূজা কমিটির সদস্যরা ও এই কাজে ব্যস্ত থাকেন। বিগত কয়েক দিন ধরে দেশে সংঘটিত নানা ধরণের ইস্যু নিয়ে দেশে হিন্দুদের পূজা পালনের সমস্যা তৈরি হয় তখন তারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মিলে হিন্দুদের পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে এই পাহাড়ার ব্যাবস্থা করেন।

এছাড়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নানা কর্মকান্ডের প্রমাণ পাওয়া যায় তাতে দেখা যায় যে, হিন্দুদের সাথে মিলে পূজায় তাদের নানা ধরনের নাচের ভিডিও ও ভাইরাল হয়। যেখানে দেখা যায় মুখে দাড়ি, মাথায় টুপি ও পড়নে লম্বা পাঞ্জাবী পড়া কিছু যুবক পূজার মন্ডপের সামনে নানান ভঙ্গীতে তারা নৃত্যরত।

এতে অসাম্প্রদায়িক চেতনার প্রকাশ পায় বলে নানা জনের কমেন্ট করতে দেখা যায়।
সনাতন ধর্মাবলম্বীদের পূজা পালন কে তারা কোনো ভাবেই ব্যাহত হতে দিবেন না বলে অসংখ্য পক্ষে ও বিপক্ষে মন্তব্য দেখা যায়। যারা মুসলমান মাদ্রাসা শিক্ষার্থী কর্তৃক এই পূজা মন্ডপ পাহাড়ার বিপক্ষে তাদের একজন মন্তব্য করেন, ” হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান পালন তাদের অধিকার ও ধর্মীয় কর্তব্য কিন্তু মাদ্রাসার ছাত্ররা যেহেতু ইসলামি অনুশাসন অপেক্ষাকৃত বেশি পালন করেন তাই তাদের মু*শরিকদের পূজা পাহাড়া না দেয়াই ইসলামের কাজ বলে মনে করেন”

অন্য একজন মন্তব্য করেনঃ ” মাদ্রাসার তথাকথিত মালানা’রা ত অনেক স্মার্ট! আধুনিক ইসলামের প্রবর্তক!! নবীজী ক্বাবাঘর থেকে মুর্তি ধ্বংস করেছেন আর বর্তমান নামদারী অসাম্প্রদায়িক মুসলমান মালানা’রা মুর্তির খিদমতে দিনরাত লাঠি ও বাশ হাতে রক্ষা করছে”
