
জুলফিকার আলী জুয়েল :
গাজীপুরের কোনাবাড়ী ৭ নম্বর ওয়ার্ডের কুদ্দুস নগরে স্বাধীন গার্মেন্টসের সামনে ট্রাকচাপায় আব্দুর রহিম (৩৫) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) সন্ধ্যা প্রায় ৬টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ শেষে বাড়ি ফেরার পথে ঢাকা মেট্রো-টা ১৮-৮৬৯০ নম্বরের একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে তার মাথা গুরুতরভাবে থেঁতলে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার দুজনই দুর্ঘটনার পর পালিয়ে গেছে।
এ বিষয়ে কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকের চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।”