
সুমন খান :
হরতালের নামে কেউ যদি মিরপুরে আগুন-সন্ত্রাস বা ষড়যন্ত্র করতে আসে, তাহলে তাকে গুঁড়িয়ে দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কায়সার পাপ্পু আহ্বায়ক শাহ আলী থানা বিএনপির।।
রবিবার (২০ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর মিরপুর বিএনপির আয়োজিত হরতালবিরোধী কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “হরতাল-নাশকতা সৃষ্টিকারীদের মিরপুর মাটিতে কোনো ঠাঁই নেই।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ আজ জনগণের ধিকৃত রাজনৈতিক গোষ্ঠীতে পরিণত হয়েছে। তারা দেশে নতুন করে আগুন-সন্ত্রাস ও আতঙ্কের রাজনীতি ফিরিয়ে আনতে চায়, কিন্তু সেই অপচেষ্টা আর সফল হবে না। জনগণ এখন অনেক বেশি সচেতন ও প্রস্তুত। প্রতিটি গলি-মহল্লায় ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করা হবে।”
কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যা মিরপুর ১০ নাম্বার ১ নম্বর ৬ নম্বর মেইল পয়েন্ট এর সংযোগ করেন ও সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপির নেতাকর্মীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।
মিরপু শাহ আলী থানার বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও আহ্বায়ক এস,এম কায়সার পাপ্পু, এবং ৮ নং ওয়ার্ডের অন্তর্গত সভাপতি হাফেজ সাইফুল রহমান লিটন সাধারণ সম্পাদক জাকির হোসেন, , ৯৩ নং ওয়ার্ডের অন্তগত সভাপতি আফসার আলম খান সেলিম , যুগ্ন আহ্বায়ক বাবুল খান ,যুগ্ন আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন দেওয়ান , যুগ্ন আহ্বায়ক শামসুল কবির, যুগ্ন আহ্বায়ক জয়নাল আবেদীন, সদস্য শাহ কামাল হোসেন, রাজু, সদস্য মাসুম বিল্লাহ সবুজ, সদস্য সাইফুল ইসলাম খোকন সহ অঙ্গ সংগঠন নেতা কর্মীরা
বিক্ষোভে অংশ নিয়ে বলেন, “নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের যেকোনো ষড়যন্ত্র-নাশকতা মোকাবেলায় মিরপুর থানা বিএনপি সর্বদা প্রস্তুত রয়েছে। ইনশাল্লাহ, জনগণের অধিকার রক্ষায় আমরা রাজপথে সক্রিয় থাকব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।