
রাজিব হোসেন-শরণখোলা প্রতিনিধি :
শরণখোলা উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক অভিভাবক এনজিও প্রতিনিধিদের সাথে নিয়ে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় । আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাই এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার বিশেষ অতিথি ছিলেন খাঁদা এজিএম দাখিল মাদ্রাসার সুপার মোঃ ওবায়দুল হক ইসলামী আন্দোলন বাংলাদেশ শরণখোলা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মুসা সাইফী আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ
আফজাল হোসেন মানিক শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট এর অধ্যক্ষ ওসমান গনি সহ ওয়াল্ড ভিশন ও ব্রাকের প্রতিনিধি উপস্থিত ছিলেন।