
আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে বিদ্যালয় পর্যায়ে জলবায়ু সহনশীল ওয়াশ সুবিধার সংস্কার কাজ সম্পন্ন পুর্বক আনুষ্ঠানিক হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) প্রতাপনগর ইউনাইটেড একাডেমী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হহয়।
এ কার্যক্রম বাস্তবায়ন করেছে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিসের সহযোগিতায়, ইনক্লুসিভ কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট ভালনারেবিলিটিজ (ICRDCV-II) প্রকল্পের আওতায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ মো: মুজিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ওয়াশ ব্লকের শুভ উদ্বোধন করেন ম্যানেজার, মনিটরিং, ইভালুয়েশন এন্ড লার্নিং, মুসলিম এইড ইউকে কান্ট্রি অফিস, ঢাকা মো: আকরামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন, স্কুলের প্রধান শিক্ষক জয়দেব কুমার দাস, প্রজেক্ট কো-অর্ডিনেটর (হিউম্যানিটারিয়ান), মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিস; এস এম মনোয়ার হোসেন, ইএসডিও—আইসিআরডিসিভি—২ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ শামসুল হক মৃধা এবং প্রজেক্ট অফিসার (ইএসডিও)। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মো: মুজাহিদুল ইসলাম শান্ত, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান শিক্ষক জয়দেব কুমার দাস বলেন, “আমাদের বিদ্যালয়ে প্রায় ৪০০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। এতদিন পর্যাপ্ত ও স্বাস্থ্যসম্মত টয়লেট সুবিধা অপর্যাপ্ত থাকায় আমরা সমস্যায় ছিলাম। ইএসডিও—আইসিআরডিসিভি—২ প্রকল্পের সহযোগিতায় জলবায়ু সহনশীল ওয়াশ ব্লক সংস্কার ও উন্নয়ন আমাদের জন্য অনেক বড় আশীর্বাদস্বরূপ। আমরা এই অবদান কোনোদিন ভুলব না।”
প্রধান অতিথি মোঃ আকরামুল হক তার বক্তব্যে বলেন, “শিক্ষক ও শিক্ষার্থীরা যাতে নিয়মিত স্বাস্থ্যসম্মতভাবে শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারে সেটিই আমাদের মূল উদ্দেশ্য। এটি মুসলিম এইড ইউকের পক্ষ থেকে একটি ক্ষুদ্র প্রচেষ্টা। মুসলিম এইড দীর্ঘদিন ধরে বাংলাদেশে দরিদ্র, বিধবা, তালাকপ্রাপ্তা নারী, প্রতিবন্ধী, কিশোর—কিশোরী এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবিকা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থেকে কাজ করছে।” তিনি বিদ্যালয় কর্তৃপক্ষকে ওয়াশ ব্লক সবসময় পরিস্কার—পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান।
প্রজেক্ট ম্যানেজার মো: শামসুল হক মৃধা তার বক্তব্যে বলেন, “ইএসডিও সর্বদা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য টেকসই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। জলবায়ু সহনশীল ওয়াশ সুবিধার এই সংস্কার কার্যক্রম তারই ধারাবাহিকতা। আমরা আশা করি শিক্ষার্থীরা সুস্থ ও নিরাপদ পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারবে।