
সাইমন :
রাজধানী ঢাকায় গতরাত থেকে ভোর পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল বজ্রপাত ও মেঘের গর্জন। মধ্যরাত থেকে শুরু হওয়া এই বৃষ্টি সোমবার সকালেও অব্যাহত ছিল।
অবিরাম বৃষ্টিতে রাজধানীর নিউমার্কেট, ঝিগাতলা, ধানমন্ডি, আসাদগেট, মোহাম্মদপুর, কলাবাগান, সংসদ ভবন এলাকা, কারওয়ান বাজার, খিলক্ষেতসহ বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে কর্মজীবী মানুষকে পড়তে হয় চরম ভোগান্তিতে। রাস্তায় পানি জমে যাওয়ায় যানজটও বেড়ে যায়।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, সকাল পর্যন্ত ভারী বৃষ্টি হলেও দুপুরের মধ্যে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, “মৌসুমি বায়ু এখনো বাংলাদেশের ওপর সক্রিয়। তাই এই সময়ে বৃষ্টি হওয়া স্বাভাবিক। তবে চলতি সপ্তাহে আর ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম।”
এর আগে রোববার সন্ধ্যা ৬টা থেকে ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছিল, সোমবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কাও করা হয়েছিল।