
জুলফিকার আলী জুয়েল :
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন ৯ নম্বর ওয়ার্ড এলাকা থেকে সাফিয়া আক্তার (১৪) নামের এক কিশোরী নিখোঁজ হয়েছে। গত ৩০ জুন ২০২৫, সোমবার সন্ধ্যা ৭টার দিকে সে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
নিখোঁজ সাফিয়া আক্তারের বাবার নাম মো. মনোয়ার (৩৭) ও মায়ের নাম মুলেজা আক্তার। তাদের স্থায়ী ঠিকানা-ওয়ার্ড নং ০৯, কোনাবাড়ী, থানা: কোনাবাড়ী, গাজীপুর মহানগর।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার দিন সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি সাফিয়া। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ২ জুলাই কোনাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ৮৩) করা হয়েছে।
নিখোঁজ কিশোরীর গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৪ ফুট ৫ ইঞ্চি, ওজন আনুমানিক ৩৫ কেজি। নিখোঁজের সময় তার পরনে ছিল কামিজ, ওড়না ও সেলোয়ার। চুল ছোট এবং স্বাভাবিক স্বাস্থ্যযুক্ত এই কিশোরী আঞ্চলিক ভাষায় কথা বলে।
পরিবার ও স্থানীয়দের আশঙ্কা, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হতে পারে সে। কেউ তার খোঁজ পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
📞 যোগাযোগ:
০১৩২০-০৭০৫৯০