
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি — এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর ধামইরহাটে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক শান্তি দিবস। দিবসটি উপলক্ষে রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ধামইরহাট প্রেসক্লাব চত্বর থেকে এক শান্তি পদযাত্রার আয়োজন করা হয়।
শান্তি পদযাত্রার নেতৃত্ব দেন দি হাঙ্গার প্রজেক্ট, পিএফজি’র ধামইরহাট উপজেলা কো-অর্ডিনেটর ও সাংবাদিক আবু হেনা মো. মোস্তফা কামাল বাবু। পদযাত্রাটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএফজির অ্যাম্বাসেডর ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর মন্ডল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা রামজনক রবিদাস, ধামইরহাট উপজেলা শ্রমিক দলের সভাপতি ইব্রাহিম হোসেন, পৌর যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, আব্দুল হাই দুলাল, জান্নাতুল ফেরদৌস কবিতা এবং উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও পিএফজির অ্যাম্বাসেডর দেওয়ান আব্দুল হান্নানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পদযাত্রার মধ্য দিয়ে শান্তি, সহাবস্থান ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা। তারা বলেন, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সহনশীলতা বজায় রেখে একটি শান্তিময় সমাজ গড়ে তোলাই আজকের দিনের মূল লক্ষ্য।