
নীলফামারী প্রতিনিধি :
জলঢাকা উপজেলার রেজিস্টার জনাব মোঃ লুৎফর রহমান মোল্লার সীমাহীন দুর্নীতি এবং সিন্ডিকেটের বিচারের বিরুদ্ধে মানববন্ধন করেছে জলঢাকা সচেতন সমাজের মানুষ।সচেতন সমাজের আহ্বায়ক এবং জলঢাকা মধ্য কাজির হাট হাফিজিয়া বালিকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব মোঃ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নীলফামারী জেলার জাতীয় নাগরিক পার্টির জেলা যুগ্ম সমন্বয়কারী জনাব মোঃ মোহাইমেনুর রহমান-সানা আরও বক্তব্য রাখেন সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলার যুগ্ম আহবায়ক আহসান হাবিব(রক্সি) এবং জাতীয়তাবাদী যুবদল দল নেতা ছোট বাবু সহ অন্য সুশীল এবং সমাজ কর্মী বৃদ্ধ।মোঃ মোহাইমেনুর রহমান-সানা তার বক্তব্যে বলেন ২০২৪ সালের ৫ আগষ্ট মানুষের অধিকার হরনকারী,ঘুম খুনের মহারানী,দূর্নীতির জননী ছাত্র জনতার আন্দোলনে ভারতে পালিয়ে গেলেও গত ১৫ বছর দূর্নীতিতে আসক্ত এসব শিয্যরা এখন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সিন্ডিকেট তৈরী করে চাকুরীতে বহাল আছে।দুর্নীতিতে আসক্ত হওয়ার কারণে এরা এ যাবত কালেও দুর্নীতি ছাড়তে পারছে না। কাজেই আমি মনে করি এসব দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তদন্ত সাপেক্ষে চাকরিচুত্য করতে না পারলে দেশে দুর্নীতি কমবে না।মোঃ মোহাইমেনুর রহমান-সানা জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন এবং জলঢাকা থানার অফিসার ইনচার্জ জনাব আরজু মোঃ সাজ্জাদের প্রশংসা করে বলেন আপনারা দুজনে প্রণামের সাথে দায়িত্ব পালন করে আসছেন আমি আশা করি এই দুর্নীতিবাজ সাব- রেজিস্টার এর ব্যাপারে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। আহসান হাবিব রক্সি বলেন ২৪ সালের ৫ আগষ্ট স্বৈরাচার হাসিনা পালানের পর থেকে আমরা জলঢাকার সাব-রেজিস্টার অফিসের বিভিন্ন অনিয়ম এবং ঘুষের কথা জানতে পারছি। আর জলঢাকা বাসি দেরিতে হলেও রাস্তায় নেমেছে এজন্য আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং দুর্নীতিবাজ লুৎফর রহমান মোল্লাকে অতি দ্রুত আইনের আওতায় আন জোর দাবি জানাচ্ছি।যুবদল নেতা ছোট বাবু বলেন সাব-রেজিস্টার সাহেব শুধু একা দুর্নীতি করছে বিষয়টা এমন নয় এই অফিসে দুর্নীতির একটা সিন্ডিকেট আছে তাদেরকেও আইনের আওতায় এনে বিচার করতে হবে। সভাপতির বক্তব্যে আনোয়ার হোসেন বিভিন্ন তথ্যের উপরে বক্তব্য রাখতে গিয়ে বলেন বহু মানুষ এই সাব রেজিস্টার অফিসে জিম্মি হয়ে গেছে। যার মদদে আছেন জলঢাকার কিছু দুর্নীতিগ্রস্ত বিভিন্ন দলের নেতাকর্মী।যারা মাতোয়ারা নিয়ে এই দুর্নীতিবাজদের দুর্নীতি করার সুযোগ করে দিয়েছে।পরিশেষে তিনি বলেন অতি দ্রুত এই সাব-রেজিস্টার দুর্নীতিবাজ লুৎফর রহমানকে অপসারণ এবং বিচারের আওতায় এনে বিচারের পাশাপাশি আজকের পর থেকে কোন মানুষের কাছ থেকে যাতে সরকারি হিসাবের বাইরে কোন অর্থ নেওয়া না হয় তার ব্যাপারে উপজেলা প্রশাসনকে আহ্বান করেন এবং জলঢাকা আপনার জনগণকে এরকম দুর্নীতিবাজদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।