
নাগরপুর সংবাদদাতা :
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাগরপুর উপজেলা শাখার ২০২৫ সেশনের বাকি সময়ের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। সাথীদের প্রত্যক্ষ ভোটে মো. তোফায়েল আহমেদ পুনরায় উপজেলা সভাপতি নির্বাচিত হয়েছেন এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মো. রাকিবুল ইসলাম মাহিন।এছাড়াও সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিমসহ অন্যান্য বিভাগীয় দায়িত্বশীল মনোনীত করা হয়েছে।
শুক্রবার(১ আগস্ট) সকালে নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সাথী সমাবেশে এই কমিটি ঘোষণা করা হয়। উপজেলা সভাপতি মো. তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে এবং সদ্য সাবেক উপজেলা সেক্রেটারি আ. হাকিম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি মো. মাজহারুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এইচআরডি সম্পাদক মো. তাওহিদ ইসলাম।
নাগরপুর সংগঠনের সূত্রে জানা যায়, সাথী সমাবেশ শেষে নতুন উপজেলা সভাপতি নির্বাচনের জন্য জেলা সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত মো. তোফায়েল আহমেদকে পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয় এবং তাকে সংগঠনের পক্ষ থেকে সাংবিধানিক শপথ পাঠ করানো হয়।পরবর্তীতে সাথী ও দায়িত্বশীলদের পরামর্শের ভিত্তিতে মো. রাকিবুল ইসলাম মাহিনকে উপজেলা সেক্রেটারি হিসেবে মনোনীত করেন নবনির্বাচিত সভাপতি।
নবনির্বাচিত সভাপতি মো. তোফায়েল আহমেদ বলেন, আলহামদুলিল্লাহ, সাথীদের ভালোবাসা ও আস্থায় আমি পুনরায় দায়িত্বপ্রাপ্ত হয়েছি। আমি যেন এ দায়িত্ব সঠিকভাবে পালনে সক্ষম হই, এজন্য সকলের দোয়া এবং মহান আল্লাহর সাহায্য কামনা করছি।