
সুনামগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সুনামগঞ্জ জেলা শাখা মধ্যনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন সোহেলকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে জেলা যুবদল।
জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে এলাকায় ব্যাপক লুটপাট, চাঁদাবাজি, মামলা বানিজ্য, খাস কালেকশনের নামে রেকর্ডকৃত জমি দখলসহ নানা অনিয়ম ও অপকর্মের অভিযোগ ওঠে সোহেলের বিরুদ্ধে। এ অভিযোগের ভিত্তিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে। পরবর্তীতে মানববন্ধনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জেলা যুবদলের দৃষ্টিগোচর হয়।
এ প্রসঙ্গে জেলা যুবদলের দপ্তর সম্পাদক শাহ আলম স্বাক্ষরিত নোটিশে বলা হয়, একজন দায়িত্বশীল নেতা হিসেবে রায়হান উদ্দিন সোহেলের এ ধরনের কর্মকাণ্ড সংগঠনের আদর্শ ও নীতির পরিপন্থি। যুবদল একটি জনবান্ধব সংগঠন, জনগণের কল্যাণই যার মূল লক্ষ্য। কিন্তু দায়িত্বপ্রাপ্ত নেতার বিরুদ্ধে জনগণের এ ধরনের অভিযোগ সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।
এ অবস্থায় কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, আগামী ৭ দিনের মধ্যে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ ও সাধারণ সম্পাদক এডভোকেট মামুন রশিদ কয়েছ এর নিকট স্বশরীরে হাজির হয়ে লিখিত জবাব দিতে হবে।