
বদিউজ্জামান-জলঢাকা, নিলফামারী :
তারিখ: ১৮ সেপ্টেম্বর ২০২৫ | স্থান: পূর্ব বালাগ্রাম চৌরঙ্গী সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়
নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্র ভিত্তিক প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জামাতে ইসলামীর আয়োজনে এক বিশেষ নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ মাগরিব পূর্ব বালাগ্রাম চৌরঙ্গী সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ওবাইদুল্লাহ সালাফি, বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, নীলফামারী-৩। তিনি বলেন, “বাংলাদেশ জামাতে ইসলামী একটি ন্যায় ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে চায়। আমরা জনগণের কল্যাণে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ। আপনাদের সহযোগিতায় একটি সুবিচারভিত্তিক সমাজ বিনির্মাণ সম্ভব।”
সভায় আরও উপস্থিত ছিলেন, মোকলেসুর রহমান, আমির, জামাতে ইসলামী, জলঢাকা উপজেলা মো: কামারুজ্জামান, নায়েবে আমির, জামাতে ইসলামী, জলঢাকা উপজেলা ডা: আনোয়ার হোসেন, সভাপতি, জামাতে ইসলামী, বালাগ্রাম ইউনিয়ন মাওলানা ওপিয়ার রহমান, সেক্রেটারি, জামাতে ইসলামী, জলঢাকা পৌরসভা মো: মিঠু ইসলাম, সভাপতি, মাদ্রাসা সাংগঠনিক থানা শাখা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাটি সঞ্চালনা করেন মো: বেলাল হোসেন, সেক্রেটারি, জামাতে ইসলামী, বালাগ্রাম ইউনিয়ন।
প্রচারণার এই আয়োজনে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিলো লক্ষণীয়। সভায় বক্তারা জনগণের দুঃখ-দুর্দশা, ন্যায়বিচারহীনতা ও সমাজে চলমান অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।