
মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মোঃ রেজাউল করিম (৫০) নামে এক মাদক কারবারিকে বিপুল পরিমাণ গাঁজা সহ আটক করেছে যৌথ বাহিনী।
আটককৃত রেজাউল করিম গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা গ্রামের মৃত মান্নান মন্ডলের ছেলে। ২৮ জুন শনিবার রাত ৩ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে গাইবান্ধা সেনা ক্যাম্প ও গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক কারবারি রেজাউল করিম কে আটক করে। এ সময় তার বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ গাজা সহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সামগ্রী সহ আটককৃত মাদক কারবারিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর মোঃ ইনজামুল আলম এর সাথে ছিলেন ওয়ারেন্ট অফিসার মোঃ রাকিবুল আলম, পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মোঃ হারুন অর রশিদ সহ সেনাবাহিনী ও পুলিশের সদস্য বৃন্দ।