
মোহাম্মদ ওয়াহেদ আলী-লালমনিরহাট :
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের নিয়ে লালমনিরহাট জেলা সদরের কুলাঘাট ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদক নিয়ে মতবিনিময় সভা করেন কুলাঘাট ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ ইদ্রিস আলী। কুলাঘাট ইউনিয়ন পরিষদ ও আসন্ন দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় সনাতন ধর্মালম্বীদের নিয়ে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি নিরাপত্তা বিদ্যুৎ ব্যবস্থা স্বাস্থ্যবিধি এবং সামগ্রিক আইনশৃঙ্খলা বিষয়ে ও আরো অন্যান্য বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বিশেষ করে দুর্গাপূজার প্রতিটি মণ্ডপে দিনে এবং রাতে সুশৃংখলভাবে সনাতন ধর্মালম্বির লোকজন এবং অন্যান্য ধর্মের লোকজন যাতে নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে পূজার সুষ্ঠ পরিবেশ বজায় থাকে এবং শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজার উৎসব উদযাপন সবাইকে নিয়ে করতে পারে এ বিষয়ে গুলোকে গুরুত্ব দিয়ে গুরুত্ব আরো করেন কুলাঘাট ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ ইদ্রিস আলী স্যার।