
শ্রীপুর উপজেলা প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুর উপজেলাধীন গোসিংগা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক ছাত্রনেতা ও শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক আক্তার হুসেন আকন্দ।
আজ ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় ওনার নিজস্ব ফেসবুক আইডি থেকে পদত্যাগ পত্র পোস্ট করেন তিনি। পদত্যাগ পদে তিনি উল্লেখ করেন যে, গতকাল ১৬ ই সেপ্টেম্বর ২০২৫ শ্রীপুর উপজেলার অধীনস্থ ৮ টি ইউনিয়নের কমিটি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে গোসিংগা ইউনিয়ন বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট কমিটিতে আক্তার হুসেন আকন্দকে ক্রমিক নং ৬ অর্থাৎ যুগ্ম আহবায় পদে মনোনীত করা হয়েছিল।
এজন্য তিনি গাজীপুর জেলা বিএনপির ১ নং যুগ্ম আহবায়ক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু সহ শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে গোসিংগা ইউনিয়ন বিএনপি যুগ্ন আহবায়ক পদ থেকে স্বেচ্ছায় ও সজ্ঞানে পদত্যাগ করেছেন বলে উল্লেখ করেন।
তবে, আক্তার হোসেন আকন্দর অনুসারীরা জানান, উনি কোন পারিবারিক বা ব্যক্তিগত কারণে পদত্যাগ করেননি, যথাযথ মূল্যায়ন না পাওয়ার কারণে পদত্যাগ করেছেন তিনি।
উল্লেখ্য যে, আক্তার হোসেন আকন্দ নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে, ১/১১ এর কঠিন সময়সহ বিগত ১৭ বছরের কঠিন সময়ে রাজপথে সুক্রিয় ভূমিকা পালন করেছেন।
সাবেক এই ছাত্র নেতা ছাত্রদলের রাজনীতি শেষ করার পর গোসিংগা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। এরপর গোসিংগা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ও শ্রীপুর উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।