
কবির হোসেন রাকিব :
লক্ষ্মীপুরের রামগতিতে আহমদিয়া কলেজে একাদশ শ্রেণির প্রথম বর্ষের (২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ) ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. মো. আফছারুল মিজান।প্রধান অতিথি হিসেবে ছিলেন কলেজ গর্ভনিং কমিটির সভাপতি মো.মীর তানভীর উদ্দিন আহম্মেদ, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক মীর খবির মিয়া, নবীন বরণ উদযাপন কমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ অধ্যাপক রিনজিৎ এবং পদার্থ বিভাগের সহকারী অধ্যাপক হারুনুর রশিদ।
নবীনদের উদ্দেশ্য মানপত্র পাঠ করেন, কলেজের শিক্ষার্থী জিহাদ এবং মানপত্র গ্রহণ করেন প্রথম বর্ষের শিক্ষার্থী মাহেদুল ইসলাম । মো. আবুল খায়েরের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক ভাইস চেয়ারম্যান আহম্মদ উল্লাহ সেলিম, কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সায়েদুল হক, রামগতি বাণী ভবানী কামেশ্বরী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কুদ্দুস, দায়রা বাড়ির পীর সাহেব শাহ মুহাম্মদ ফয়সাল ,যুবদল নেতা মোঃ নয়ন, বিএনপি নেতা ফরহাদ লালন,সাহেদ আলী রুবেল, ছাত্রনেতা হাম্মাদুর রহমান পারবেজ, ফরহাদ উদ্দিনও পারসিম সহ অনন্য ব্যাক্তিবর্গ সহ কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।পরে মোটিভেশনাল স্পিকার জনাব জহিরুল আলম তাইমুনের পরিবেশনায় উদ্ভত্তকরন বক্তব্য পরিবেশিত হয়।