
এম. এ. গাফফার :
গত ১৯শে আগস্ট চলমান আন্দোলনের কর্মসূচি হিসেবে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে একদিনের অবস্থান কর্মসূচি এবং পদযাত্রা আয়োজন করলে মাননীয় সচিব মহোদয়ের আশ্বাসের ভিত্তিতে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি তাদের কর্মসূচি স্থগিত করেন।
তারই অংশ হিসেবে গত ৮ই সেপ্টেম্বর ২০২৫ শিক্ষা মন্ত্রণালয় হতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে মতামত চেয়ে একটি পত্র প্রেরণ করেন।
কিন্তু কিছু দুষ্কৃতিকারী চক্র সারাবাংলাদেশ হতে সাধারণ শিক্ষকদেরকে ৩ ঘন্টায় জাতীয়করণ দিবে বলে প্রেস ক্লাবের সামনে আজ জড়ো করে উশৃংখল পরিবেশ সৃষ্টি করলে আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা শিক্ষকদের উপরে জল কামান এবং লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রতিবেদকে বলেন, সাধারণ শিক্ষককে যারা ডেকে এনে নির্যাতনের শিকার করেছে তাদের দ্রুত বিচারের দাবি করছি।