
সাতক্ষীরার জেলা দলিত পরিষদের অফিস উদ্বোধন ও চক্ষু শিবির উদ্বোধন
মোঃ হাফিজ-সাতক্ষীরা :
বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরা জেলা শাখার অফিসে উদ্বোধন করা হয়েছে।
সকাল ১১টার সময় সাতক্ষীরা শহরের চালতেতলা বাজারের ‘আল্লাহর দান’ মার্কেট এ অফিস উদ্বোধন খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. আসিফ হাসান।
পরে দলিত অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ফ্রি চক্ষু শিবিরের আয়োজন করা হয়। চিকিসা সেবা প্রদান করেন খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে সহকারী সার্জন ডা: আসিফ হাসান, ক্যাম্প পরিচালক আলিমুর রেজা, চশমা পরিক্ষক আলামিন এবং ক্যাম্প সহকারী হিসেবে ছিলেন আকাশ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিত পরিষদ জেলা শাখার উপদেষ্টা আসাদুজ্জামান লাভলু, জেলা শাখার সভাপতি গৌরপদ দাশ, বেদেও সভপতি আকবর আলী, দলিত পষিদেও মোহনা দাশ, চায়না মন্ডল, সুমিতা দাশ, টুম্পা দাস, ঝড়ু দাশ, কান্তা বিশ্বাস, সদও উপজেলা সভাপতি অমল বিশ্বাস, কালিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক অশীম বিশ্বাস, শ্যামনগরের সাধারণ সম্পাদক কানাই লাল, আশাশুনির নিমাই সরকার, দেবহাটার সভাপতি অরবিন্দ দাশ প্রমুখ।
১৮৩ জনকে চিকিৎসা সেবা দেওয়া হয় এবং ৬জনকে চোখের ছানি অপারেশনের জন্য খুলনার শিরোমনি হাসপাতাল পাঠানো হয়।