
বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন নিষ্পত্তির যথাযথ ব্যবস্থা নিতে এবং বিদ্যমান ভিসা জটিলতা দ্রুত সমাধানে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোকে অনুরোধ করেছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।
বুধবার ১৯ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালির রাষ্ট্রদূত পররাষ্ট্রসচিবের সঙ্গে সাক্ষাতে এলে তিনি এই অনুরোধ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রসচিব ভিসা আবেদনের বিশেষ করে অভিবাসীকর্মীদের আটকে থাকা ভিসার বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, ভিসা প্রদানে এই ধরনের বিলম্বের ফলে নুলা ওস্তাস (কাজের ভিসা) মেয়াদোত্তীর্ণ বা বাতিল হতে পারে। এতে ভিসা প্রার্থী ও তাদের পরিবারের ওপর বিশাল আর্থিক, সামাজিক ও মানসিক চাপ সৃষ্টি হতে পারে। রাষ্ট্রদূত এই বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করেন।