
আরিফ রববানী-ময়মনসিংহ :
ময়মনসিংহে পবিত্র মাহে রবিউল আওয়াল উপলক্ষে আয়োজিত সীরাতুন্নবী (সা.) উদযাপন অনুষ্ঠানে
নাতে রাসুল (সা.) প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংবাদিক গোলাম কিবরিয়া পলাশ এর পুত্র হাফেজ মুহাম্মদ ফাহিম কিবরিয়া।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ময়মনসিংহ মুসলিম ইনস্টিটিউট মাঠে পবিত্র মাহে রবিউল আওয়াল উপলক্ষে মুসলিম ইনস্টিটিউটের আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফাহিম কিবরিয়ার হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, মুসলিম ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ কামরুল হোসেন এবং সীরাত কেন্দ্রের পরিচালক মুফতি আমীর ইবনে আহমদ।
মুসলিম ইনস্টিটিউটের সহ-সভাপতি অধ্যাপক এ.কে.এম শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং ময়মনসিংহ সীরাত কেন্দ্রের সহ-পরিচালক ওয়ালীউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সীরাতুন্নবী (সা.) উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মুফতি মুহিববুল্লাহ। আলোচকরা নবীজী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ, চরিত্র ও মানবকল্যাণে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৮৫৯ জন শিক্ষার্থীর মধ্য থেকে বিজয়ী দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় মুসলিম ইনস্টিটিউটের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।